কিভাবে আরবি গননা শিখব প্রথম পাঠ How to learn Arabic arithmetic


بسم الله الرحمن الرحيم
আরবিতে গণনা করা খুবই সহজ  এবং এটি খুব জরুরী আমরা যারা প্রবাসে আছি তারা কোন কাজ করে টাকা নিতে গেলে আরবিতে বলতে হবে। এখন আমরা যদি আরবি গণনা না জানি তাহলে  কিভাবে আমাদের মেহনতের টাকা আনব অথবা কোন কিছু কিনতে গেলে কিভাবে তার দাম দিব তাহলে চলুন আজ আমরা। ১   থেকে ৫০ পর্যন্ত শিখি
0 = চিফর
১ = ওহেদ
২ = ইতনাইন/ইছনাইন
৩ = তালাতা/ছালাছা
৪ = আরবা
৫ = খামচা
৬ = ছিততা
৭ = সাবয়া
৮ = তামানিয়া/ছামানিয়া
৯ =  তিচয়া
১০ =  আশারা
====================================
১১ =  আহদাশ
১২ =  ইতনাশ
১৩ = তালাতাশ
১৪ = আরবাতাশ
১৫ = খমছতাশ
১৬ = ছিততাশ
১৭ = চাবআতাশ
১৮ = তামাতাশ
১৯ = তিছআতাশ
২০ = ইশরিন
====================================
এখানে খেয়াল করুন (ওহেদ মানে =১ ইশরিন মানে =২০ )ওহেদ ইশরিন  মানে= ২১ এমনি ভাবে ২২-২৯
২১ = অহেদ ইশরিন
২২ = ইতনাইন ইশরিন
২৩ = তালাতা ইশরিন
২৪ = আরবা ইশরিন
২৫ = খামচা ইশরিন
২৬ = সিত্তা ইশরিন
২৭ =  সাবআ ইশরিন
২৮ =  তামানিয়া ইশরিন
২৯ =  তিসআ  ইশরিন
৩০ = তালাতিন
====================================
৩১ =  ওহেদ তালাতিন
৩২ = ইতনাইন তালাতিন
৩৩ = তালাতা তালাতিন
৩৪ = আরবা তালাতিন
৩৫ = খামচা তালাতিন
৩৬ = ছিততা তালাতিন
৩৭ = সাবয়া তালাতিন
৩৮ = তামানিয়া তালাতিন
৩৯ = তিচয়া তালাতিন
৪০ = আরবাইন
==================================
৪১ = ওহেদ আরবাইন
৪২ = ইতনাইন আরবাইন
৪৩ = তালাতা আরবাইন
৪৪ = আরবা আরবাইন
৪৫ = খামচা আরবাইন
৪৬ = ছিততা আরবাইন
৪৭ = সাবয়া আরবাইন
৪৮ = তামানিয়া আরবাইন
৪৯ = তিচয়া আরবাইন
৫০ =  খামচিন
আজ আমরা ৫০ পর্যন্ত আরবি গণনা শিখলাম পরবর্তী পর্বে ৫০-১০০০ পর্যন্ত শিখব ইনশা আল্লাহ।

Previous
Next Post »