আরবি শেখার ক্ষেত্রে কোথায় শব্দটির ব্যবহা্র করব How to use of where word in arabic learning

بسم الله الرحمن الرحيم
৮ম পাঠ 
আমরা এখানে কোথায় শব্দটির ব্যবহার শিখব 

প্রশ্নঃ আইনা ইন্তা  = তুমি কোথায়? 
জবাবঃ আনা ফিস  ছুঁক/ ব্যাংক  =  আমি বাজারে/ ব্যাংক  আছি ।
প্রশ্নঃ হুয়া ফেন/আইনা হুয়া  = সে কোথায় 
জবাবঃ হুয়া ফি সাকেন/মাসজিদ = সে বাড়িতে/সে মসজিদে আছে  

প্রশ্নঃ  আন্তা মিন ফেন/ মিন আইনা তাআতি? = আপনি কোথায় থেকে এসেছেন 
জবাবঃ  আনা মিন ঢাকা /আনা জিইতু মিন ঢাকা  = আমি ঢাকা থেকে এসেছি 

প্রশ্ন আপনি কোথায় যাবেন = আন্তা ফেন রোহ / আইনা তাজহাবু
জবাবঃ আনা রোহ কুমিল্লা/অরিদু ইয়াজ হাব ইলা কুমিল্লা =  আমি কুমিল্লা যাব

প্রশ্নঃ হুয়া ফেন রোহ = সে কোথায় যায় 
জবাবঃ হুয়া রোহ মদিনা = সে মদিনা যায়। 
প্রশ্ন আইনা তাদ রুসু = তুমি কোথায় পড় ?
জবাবঃ আনা উদরুসু  জামেয়াতুদ ঢাকা = আমি ঢাকা ইউনিভারসিটিতে পড়ি 


Previous
Next Post »